আপনি কি পাসপোর্ট প্রসেসিং, টিকেটিং, ভ্রমণ ভিসা / মেডিক্যাল ভিসার মাধ্যমে সৌদি / ভারতে যেতে চান ? ভারতের বিখ্যাত ডাক্তারদের এপয়েনমেন্ট চান ? আমাদের সাথে যোগাযোগ করুনঃ +88 01711 898858

শিশুদের হেড-নেক ক্যানসার বাড়ছে, শনাক্ত করাই চ্যালেঞ্জ



দেশের মোট শিশু ক্যানসার রোগীর ৮-১০ শতাংশ ‘হেড-নেক’ ক্যানসারে আক্রান্ত বলে জানান সংশ্লিষ্ট বিজ্ঞজনেরা। তাদের মতে শিশু ক্যানসার জিনগত কারণে হয় বলে প্রতিরোধ করা সম্ভব নয়। আবার শনাক্ত দেরিতে হয় বলে, চিকিৎসাও চ্যালেঞ্জ। ব্যয়বহুল হলেও দেশে আধুনিক চিকিৎসা হচ্ছে বলে জানান তারা। তবে তা চাহিদার তুলনায় কম।


বাড়ছে রোগীর সংখ্যাঃ- ক্যানসার রোগতত্ত্ব ও গবেষণাকেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন  বলেন, আমাদের শিশুদের ক্যানসার শনাক্তকরণই বড় চ্যালেঞ্জ। শিশুরা উপসর্গ বলতে পারে না। রোগ নির্ণয় দেরিতে হলে চিকিৎসাও দেরিতে শুরু হয়। হেড-নেক ক্যানসারের মধ্যে নাকের, চোখের, মাথার আর গ্রন্থির ক্যানসার বেশি হয়।


বিজ্ঞজনেরা বলেনঃ বিএসএমএমইউর শিশু ক্যানসার ও রক্তরোগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ টি এম আতিকুর রহমান বলেন, শিশুদের যত ক্যানসার হয় তার মধ্যে ২য় অবস্থানে আছে গ্রন্থি ক্যানসার। শিশুদের ১০ শতাংশ হেড-নেক ক্যানসার নিয়ে আসেন। গ্রন্থির ক্যানসারে সাধারণত মুখের বিভিন্ন অংশ ফুলে যায়। চোখের ওপর, ঘাড়ে, কানের নিচে ফোলা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। এছাড়াও শ্বাসকষ্ট, ক্ষুধামন্দা, থেমে থেমে জ্বর, দীর্ঘদিন মাথাব্যথা হলেও সত্বর চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, দেশে আধুনিক চিকিৎসা বিদ্যমান। সঠিক সময় চিকিৎসা নিতে পারলে ১০০ শতাংশ শিশু সুস্থ হয়।


তবে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য দেশে যথেষ্টসংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে বলে জানান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু ক্যানসার বিভাগের সাবেক প্রধান অধ্যাপক রাশেদ জাহাঙ্গীর কবীর। তিনি বলেন, শিশুর ক্যানসারের প্রধান প্রতিবন্ধকতা রোগ নির্ণয় বিলম্ব। আমরা শিশুর ক্যানসার আক্রান্তের এক-তৃতীয়াংশ রোগীকে পাই চিকিৎসার জন্য। তাদের অর্ধেক আবার ক্যানসারের চিকিৎসা করান না। ফলে অর্ধেককে আমরা চিকিৎসা দেই। এই অর্ধেকের কমসংখ্যকই সঠিক সময় রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে আসেন।


শিশু ক্যানসার ব্যয় কমানোর বিষয় অধ্যাপক ডা. এ টি এম আতিকুর রহমান হাসপাতালের সমাজসেবা কার্যক্রমের কথা উল্লেখ করেন। এই কার্যক্রমে রোগী আবেদন করলে ক্যানসার রোগীর চিকিৎসার জন্য এককালীন অর্থ দেওয়া হয়।

-সংগৃহীত ।



Popular Posts

Search This Blog