28/04/2022

ঈদ ভ্রমণে কি করা উচিৎ

 


ঈদে নাড়ির টানে যারা গ্রামের বাড়ি যাবেন তাদের উদ্দেশ্যে...
* অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন মাস্ক ছাড়া বাহিরে বের হবেন না ।
* আপনার বাসার দামি জিনিসগুলো বিশ্বস্ত কারো কাছে রেখে যান ।
* ঘরের প্রত্যেকটি জানালা ভালভাবে লাগানো আছে কিনা দেখে নিন ।
* ঘরে টাকা রেখে যাবেন না, টাকা সাথে অথবা ব্যাংকে রেখে যান ।
* চেক বহি সরিয়ে ফেলুন খালি ঘরে চেক, কার্ড ইত্যাদি না রেখে সাথে করে নিয়ে যান ।
* আসবাবপত্র কাপড় দিয়ে ঢেকে রেখে যেতে ভুলবেন না ।
* আপনার ওয়াশরুম, বেসিনের ট্যাপ ভালভাবে বন্ধ করেছেন কিনা দেখে নিন অর্থাৎ এমন যাতে না হয় এক ফোটা এক ফোটা করে পানি ঝরে ।
* ঘরের প্রত্যেকটি বৈদ্যুতিক সুইচ অফ আছে কিনা ভালভাবে চেক করে নিন ।
* আর গ্যাসের চুলা দিয়ে গ্যাস লিকেজ হয়ে গ্যাস বের হয় কিনা তা নিজে না বুঝলে মেকানিকস দিয়ে চেক করে নিতে ভুলবেন না ।
* বাইরের খাবার কোনোভাবেই গ্রহণ করা ঠিক হবে না। ঘরের তৈরি খাবার ও পানির বোতল নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী পানি পান করুন এবং বাচ্চাদেরও পর্যাপ্ত পরিমাণে পানি পান করাবেন।
* অবশ্যই ভালমানের তালা ব্যবহার করবেন কারন গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু এই তালাটিই করবে ।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...