এই করোনাকালিন মহামারীর প্রভাব দেখে অনেকেই কোভিড পরীক্ষা করাতে ভয় পাচ্ছেন। তাছাড়া ফল যদি পজিটিভ আসে, তা হলে আরও মানসিক ভাবে ভেঙে পড়ছেন সকলে।
গর্ভাবস্থায় কোভিড সংক্রমিত হলে সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীরোগ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। হোম কোয়ারেন্টিনে থেকে প্রয়োজনীয় ওষুধ শুরু করতে হবে। নিয়মিত কিছু পরীক্ষা করিয়ে পরিস্থিতি নজরে রাখতে হবে। অনেক গর্ভবতী মায়েরা কোভিড সংক্রমিত, উপসর্গহীন বা মৃদু উপসর্গের সঙ্গে সুস্থ হয়ে যান। তাঁদের সন্তানের জন্মের সময়ে কোনও রকম জটিলতা তৈরি হয়নি।
খুব বেশী নিজেকে অসহায় লাগলে এমন মায়েদের সঙ্গে কথা বলবেন যারা গর্ভাবস্থায় সংক্রমিত হয়েছিলেন। কিন্তু এখন সন্তানসহ পুরোপুরি সুস্থ্য আছেন ।
