24/05/2022

ইউরোপে আশ্রয় আবেদন কখন অগ্রহণযোগ্য

সংগৃহীত ছবি

ইউরোপের দেশগুলোতে আশ্রয়প্রার্থীর আবেদন যখন অগ্রহণযোগ্য বিবেচনা করা হলে তার মানে দাঁড়ায় এই আবেদন আশ্রয়ের জন্য আর বিবেচ্য হবে না৷ যদিও আবেদন গ্রহণ করা না হলে আপীল করতে পারে আবেদনকারী৷

বাতিল, ডাবলিন নীতি কিংবা ভিত্তিহীণ- আশ্রয় আবেদন গ্রহণ না করার বেলায় কর্তৃপক্ষ এসকল পরিভাষাই সাধারণত ব্যবহার করে৷ তবে যে পরিভাষাই ব্যহার করা হোক না কেন, আবেদন অগ্রহণযোগ্য বলা হলে আবেদনকারীর উচিত এ বিষয়ে একজন আইনজীবীর সাথে কথা বলা৷   

আবেদন অগ্রহণযোগ্য- এ কথার মানে কী?

ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী, আবেদন অগ্রহণযোগ্য বলার আগে কর্তৃপক্ষ আশ্রয় চাওয়া ব্যক্তি শরণার্থী বা সাবসিডিয়ারি প্রোটেকশন পাওয়ার যোগ্য কি না এসকল বিষয় পরীক্ষা নীরিক্ষার প্রয়োজন মনে করে না৷ কেননা কর্তৃপক্ষ ধরে নেয়, আশ্রয় চাওয়া ব্যক্তি ইউরোপের অন্য আরেকটি দেশ হয়ে এসেছে যেখানে তিনি আবেদন করতে পারতেন৷

তাছাড়া আরো যে সকল কারণে একজন আশ্রয়প্রার্থীর আবেদন অগ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে তা হলো:   

যদি ইউরোপের অন্য কোনো দেশ আশ্রয়প্রার্থীকে সুরক্ষা প্রদান করে থাকে

ইউরোপের বাইরের কোনো দেশে যদি এর মধ্যেই আবেদনকারীকে আশ্রয় দিয়ে থাকে এবং তাকে ফেরত নিতে চায় 

ইউরোপের বাইরের কোনো দেশ আশ্রয় প্রদানের ক্ষেত্রে নিরাপদ দেশ বলে প্রতীয়মান হলে

আশ্রয়ের আবেদন নতুন নয় অর্থাৎ তার আগেও আশ্রয়ের আবেদন করা হয়েছিল কিন্তু এ সময়ে আবেদনকারীর অবস্থার কোনো পরিবর্তন হয়নি৷ যেমন আবেদন গ্রহণযোগ্য করতে নতুন করে কোনো প্রমাণাদি উত্থাপন করা যাচ্ছে না৷   

আবেদনকারীর পরিবারের সদস্য আশ্রয়ের জন্য আলাদাভাবে আবেদন করেছেন এমন হলে

এই পাঁচটি প্রেক্ষাপটের বাইরে আর কোনো ধারায় আবেদন অগ্রহণযোগ্য বলার সুযোগ নেই৷ কিন্তু বাস্তবতা হলো, এর বাইরেও বেশ কিছু কারণ দেখিয়ে ইউরোপের কিছু দেশ আশ্রয়ের আবেদন অগ্রহণযোগ্য বলে বিবেচনা করে থাকে৷ এর মধ্যে রয়েছে,

আশ্রয় আবেদন জমা দেওয়ার পর শুনানিতে আবেদনকারী উপস্থিত ছিলেন না কিংবা আবেদনকারী যে আশ্রয়কেন্দ্র অবস্থান করছিলেন তা ত্যাগ করেছেন এবং তার সাথে যোগাযোগ করা যায়নি 

আশ্রয়ের জন্য কোনো ব্যক্তি এমন সময়ে আবেদন করেছেন যখন তাকে ইউরোপের দেশ থেকে বহিষ্কার করার কথা রয়েছে৷ কিংবা প্রত্যাবাসন ঠেকাতে কোনো ব্যক্তি নতুন করে আবার আশ্রয়ের জন্য আবেদন করেছেন

এদিকে ডাবলিন আইন অনুযায়ী, জার্মানি বা ফ্রান্সে আশ্রয়ের আবেদন অগ্রহণযোগ্য বিবেচিত হলে কর্তৃপক্ষ আবেদনকারীকে ইউরোপে প্রবেশের পর প্রথম যেই দেশে এসেছিলেন সেখানে স্থানান্তর করে থাকে৷ যেমন কেউ যদি প্রথমে ইটালি এসে তারপর জার্মানিতে আশ্রয় আবেদন করেন তাহলে তাকে ইটালিতে অর্থাৎ প্রথম যে দেশটিতে এসেছিলেন সেখানে ফেরত পাঠানো হয়৷ 

আর ইটালি যদি আবেনকারীকে সুরক্ষা প্রদান করে তাহলে জার্মান কর্তৃপক্ষ এই পরিস্থিতি বিবেচনায় নেবে অর্থাৎ আবেদনকারী ইতিমধ্যে সুরক্ষা সুবিধা পেয়েছেন বিবেচনায় তার আবেদন অগ্রহণযোগ্য বলা হবে৷ জার্মানিতে এ দুই প্রেক্ষাপটে আশ্রয়ের আবেদন অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়৷ 

এদিকে যুক্তরাজ্য আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়৷ দেশটিতে আশ্রয়ের আবেদন গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য কখন কোন পরিস্থিতিতে হয়ে থাকে তার বিস্তারিত রয়েছে এই লিংকে- righttoremain.org.uk 

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...