31/05/2022

পিস অ্যাম্বাসেডর স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ


ইরোপিয়ান কমিশন পিস অ্যাম্বাসেডর স্কলারশিপের জন্য আবেদন গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ১৯০টির বেশি দেশের ১৮ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা চলতি বছরের ৫–৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটিতে অনুষ্ঠেয় দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশ নেওয়ার সুযোগ পাবেন। 

এ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ব্রিটিশ রাজবধূ, অভিনেত্রী ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলসহ জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিরা অংশ নেবেন।

ইউরোপীয় কমিশনের সঙ্গে যৌথভাবে দেওয়া ওয়ান ইয়াং ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসেডর স্কলারশিপের লক্ষ্য হচ্ছে তরুণদের আরও সমন্বিত করে শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য ক্ষমতায়ন করা।

প্রোগ্রামে যা থাকবেঃ-

=> অংশগ্রহণকারীরা যেসব বিষয়ে প্রভাব বিস্তার করতে পারে, সেসব বিষয় ও নীতি গঠনে সহায়তা করা।

=> তরুণ নেতাদের তাঁদের সম্প্রদায়ে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার বিষয়ে সচেতন করা।

=> শান্তি বিনির্মাণের মূল উদ্দেশ্য ঘিরে সম্মেলনের সংলাপে নিজেদের কথা তুলে ধরবেন অংশগ্রহণকারীরা।

=> বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ইউরোপীয় ইউনিয়ন ও এর প্রতিষ্ঠান এবং শান্তি প্রচারে মৌলিক অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান বৃদ্ধিতে তাঁদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।



সুযোগ–সুবিধাঃ-

ইউরোপিয়ান কমিশন পিস অ্যাম্বাসেডর স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ বহন করা হবে। এর মধ্যে রয়েছে—

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা চলতি বছরের ৫-৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটিতে অনুষ্ঠেয় দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

নিজ দেশ থেকে ম্যানচেস্টার সিটিতে বিমানে আসা–যাওয়ার খরচ পাবেন।

সম্মেলনের সময় হোটেলে থাকার ব্যবস্থা।

সম্মেলনের সময় ক্যাটারিং, সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা। দ্য ওয়ান ইয়াং অ্যাম্বাসেডর কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ।



যোগ্যতাঃ-

১. আবেদনকারীর বয়স আগামী ৫ সেপ্টেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

২. আবেদনকারী শিক্ষার্থীদের শান্তি স্থাপন, বিরোধ নিষ্পত্তি, বিভ্রান্তি মোকাবিলা বা সহিংসতা মোকাবিলায় সক্রিয়ভাবে জড়িত থাকতে হবে।

৩. ২০২২ সালের ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ফুলটাইম সম্মেলনে থাকার মানসিকতা থাকতে হবে।

৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুসারে উন্নয়নশীল বা উদীয়মান হিসেবে বিবেচিত দেশের নাগরিক হতে হবে।

৫. নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবেঃ-

আগ্রহী প্রার্থীদের ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের এই লিংকে গিয়ে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।


আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২২।

-সংগৃহীত ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...