অভিবাসনের আশায় বাংলাদেশ থেকে অনেকেই পাড়ি জমান সাইপ্রাসে ৷ তাদের অনেকেই প্রতারিত হন দালালদের হাতে ৷ বৈধভাবে দেশটিতে চাকরি করে প্রতি মাসে বাংলাদেশি টাকায় মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় করা সম্ভব ৷ সাইপ্রাসের গির্নে শহরটিতে সবচেয়ে বেশি বাংলাদেশি আছেন বলে জানা গেছে ৷ ভূমধ্যসাগর তীরের এই শহরটিতে বর্তমানে প্রায় দেড় হাজারের মতো বাংলাদেশি রয়েছেন ৷ দালালদের হাতে প্রতারিত হয়ে অনেক বাংলাদেশি সাইপ্রাসে এসে অমনাবিক জীবন যাপন করছেন ৷
দালালরা সাইপ্রাস যে ধরনের সুযোগ বা সুবিধার কথা বলে তার সবই মিথ্যা ৷ লোভ দেখিয়ে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয় নিয়েছে দালালচক্র ৷
নতুন কেউ আসতে চাইলে তাদেরকে পুরো ব্যাপারটি আগে থেকেই জেনে আসতে হবে৷ তাদেরকে বুঝতে হবে যে, উত্তর সাইপ্রাস তুরস্ক অধ্যুষিত একটি অঞ্চল এবং এখানকার মুদ্রার নাম লিরা ৷
উত্তর সাইপ্রাসে পড়তে আসতে চাওয়া ছাত্রছাত্রীদের প্রতি পরমর্শ হলো, ভর্তির বিষয়ে যেকোনো ধরনের তথ্য যাচাইয়ের জন্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোাগাযোগ করা নিরাপদ ৷
চাকুরি নিয়ে আসা অভিবাসন-প্র্যত্যাশীদের নথিপত্র যাচাই-বাছাই করে আসার পরামর্শ দেন উত্তর সাইপ্রাসের বাংলাদেশিরা ৷
