চলতি বছর ইটালিতে ৭৫ হাজার নতুন বিদেশি কর্মী নেয়া হবে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির সরকার৷ এই সংখ্যা গতবছরের তুলনায় পাঁচ হাজার বেশি৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লুচানা লামোরজেইছে জানিয়েছেন, তার দেশের নির্দিষ্ট কিছু খাতে কর্মী ঘাটতি রয়েছে৷
ইটালির অভিবাসী কোটা সম্পর্কিত ২০২২ সালের ঘোষণা জানাচ্ছে, ৭০ হাজারের বেশি বিদেশি কর্মীকে ইউরোপের দেশটিতে প্রবেশের সুযোগ দেয়া হবে যা আগের বছরের তুলনায় বেশি৷ আর ২০২০ সালের তুলনায় দ্বিগুণ৷ নির্দিষ্ট কিছুখাতে কর্মী ঘাটতি পূরণে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী৷
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ভূমধ্যসাগরীয় পাঁচ দেশ ইটালি, স্পেন, গ্রিস, সাইপ্রাস এবং মাল্টার এক বৈঠকে রোববার এই ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী লুচানা লামোরজেইছে৷
তিনি জানান যে অভিবাসী কর্মীর কোটা বাড়ানোর সঙ্গে ইউক্রেন যুদ্ধের সম্পর্ক রয়েছে কেননা এই সংঘাতের কারণে খাদ্যশস্যে ঘাটতি তৈরি হতে পারে যা অভিবাসী সংকট সৃষ্টি করতে পারে৷
লামোরজেইছে বলেন, ‘‘বিশেষ কিছু খাতে কর্মী ঘাটতি কাটাতে বিদেশি কর্মী আনার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় কিনা তা যাচাই করছে মন্ত্রিসভা৷’’
এদিকে, রোববারের বৈঠকে আফ্রিকা থেকে সমুদ্র পথে ইউরোপে আসা অনিয়মিত অভিবাসীদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷
চলতি বছর এরই মধ্যে ২০ হাজারের বেশি মানুষ এভাবে ইউরোপে প্রবেশ করেছেন৷ এধরনের আগমন বন্ধে আরো উদ্যোগ নিতে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে আলোচনা এবং সমন্বিত পদক্ষেপের দিকে বৈঠকে গুরুত্ব দেয়া হয়েছে৷
-সংগৃহীত ।
