দেশের সংকটাপন্ন সন্ধিক্ষণে মহামারী পরিস্থিতিতে। সচেতনতা অবলম্বন করে পবিত্র ঈদুল আজহার ঈদ উদযাপন করা জরুরী। জীবনের চেয়ে বড় আর কিছুই নাই । তাই নিজে বাঁচুন অপরকে বাঁচতে সহযোগিতা করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্কতা অবলম্বন করুন।
ঈদে পরিবার-পরিজনের নিকটে করোনা নিয়ে মিশার চেয়ে একটা ঈদ স্বজন ছাড়া একা করা অনেক ভালো। সচেতনতা অবলম্বন করতে হবে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। সূখি সুন্দর জীবন গড়তে মাস্ক ব্যবহার করতে হবে। ঈদ মোবারক।
-নাহিদা আলম রিনি
