19/07/2022

আপাতত এক ঘণ্টা করে লোডশেডিং


বিদ্যুৎ ও জ্বালানির চলমান সংকট কাটাতে সাশ্রয়ের পথে হাঁটছে সরকার। সেই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার এলাকাভিত্তিক বিদ্যুতের শিডিউল লোডশেডিং শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে আপাতত এক ঘণ্টা করে লোডশেডিং করা হবে। খরচ কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সপ্তাহে এক দিন পেট্রোল পাম্প বন্ধ এবং অফিসের সময়সূচি কমিয়ে আনার বিষয়টিও ভাবছে সরকার। সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি অফিস-আদালত ও উপাসনালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া রাত ৮টার পর দোকানপাট, বিপণিবিতান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কঠোর বার্তা দিয়েছে সরকার।

বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সংশ্নিষ্ট খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে এসব সিদ্ধান্ত ও পরিকল্পনা নেওয়া হয়।

করোনা-পরবর্তী চাহিদা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এলএনজি, জ্বালানি তেল সবকিছুর দাম আকাশচুম্বী। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের দাম। আমদানি খরচ বেড়ে যাওয়ায় চাপ পড়ছে রিজার্ভে। খোলাবাজারে ডলারের বিনিময় হার ১০০ টাকা ছাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ডলার সঞ্চিতিতে ঘাটতি তৈরি হলে সামনে বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে, যার নজির দেখা যাচ্ছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়।

প্রায় শতভাগ জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে পরিবহন খাতে ৯০ শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ৩৪ শতাংশ তেল। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলার। সরবরাহ করা গ্যাসের ২৫ শতাংশ আমদানি করা হয়। স্পট মার্কেটে এলএনজির দাম ৪০ ডলারে পৌঁছেছে। তাই বাংলাদেশ খোলাবাজার থেকে কিনছে না এলএনজি। এতে দিনে কমেছে ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ। ফলে কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। এ প্রেক্ষাপটে দেশে আবার ফিরেছে লোডশেডিং।

শিডিউল লোডশেডিং : গতকাল বিকেলে সচিবালয়ে আলাদা এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, মঙ্গলবার থেকে সারাদেশে প্রতিদিন সূচি ধরে এক ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং শুরু হবে। এক সপ্তাহ পর অবস্থা দেখে লোডশেডিং দুই ঘণ্টা করা হতে পারে। তিনি বলেন, শিল্পে বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে।

ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী ডিপিডিসি ও ডেসকোর ওয়েবসাইটে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সূচি দেওয়া হয়েছে। ডেসকো চাহিদার প্রায় এক হাজার মেগাওয়াট কোম্পানিটি ৮০ মেগাওয়াট লোডশেডিং করবে। ডিপিডিসির চাহিদা সাড়ে ১৬শ মেগাওয়াট, কোম্পানিটি ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে। পিডিবি কাল বুধবারের মধ্যে শিডিউল দেবে। সবচেয়ে বড় বিতরণ কোম্পানি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সমিতিগুলো তালিকা প্রকাশের পাশাপাশি লোডশেডিংসংক্রান্ত মাইকিং, লিফলেট বিতরণ করবে। দেশের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত ওজোপাডিকো এবং রংপুর ও রাজশাহী বিভাগে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা নেসকো ওয়েবসাইটে লোডশেডিংয়ের সূচি প্রকাশ করবে বলে জানিয়েছে।

রাত ৮ টায় দোকান বন্ধ না করলে কাটা পড়বে বিদ্যুৎ লাইন :সরকারের ঘোষণা অনুসারে রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ না করলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, তারা ব্যবসায়ীদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছে। আজ থেকেই দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ হচ্ছে কিনা তা তদারকি করা হবে।

অফিস সময় কমানোর চিন্তা :বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময় কমানোর বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, অফিস সময় কমিয়ে হতে পারে অথবা ওয়ার্ক ফ্রম হোম করা হতে পারে। অথবা এ দুটিই হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হচ্ছে। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সূত্র জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ হতে পারে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর সভা করোনার সময়ের মতো ভার্চুয়াল করার বিষয়েও ঘোষণা আসতে পারে। বুধবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জনপ্রশাসন সূত্রে জানা গেছে।   -সংগৃহীত ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...