আঁচিল ত্বকের এক বিব্রতকর সমস্যা। মুখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এটি হতে পারে। ক্ষতিকর না হলেও এটি শারীরিক সৌন্দর্যের জন্য হানিকর। আবার একেবারে নিরীহও কিন্তু নয় এ আঁচিল। ক্যানসারের ভাইরাস লুকিয়ে থাকে এতে। তাই সচেতন হওয়া জরুরি।
পরামর্শ-১
কাঁচা গোল আলু আঁচিল দূর করার দারুণ এক প্রাকৃতিক উপাদান। সতেজ একটি কাঁচা আলু গোল গোল করে কাটুন। সেটি দিয়ে দিনে কয়েকবার আঁচিলের ওপর ঘষুন। ধীরে ধীরে দূর হয়ে যাবে।
পরামর্শ-২
আঁচিল দূরীকরণে আপেল সিডার ভিনেগার খুব কার্যকর। ভিনেগারে তুলো ভিজিয়ে আঁচিলের ওপর রেখে দিন। সারা রাত রাখবেন। ভিনেগারে থাকা অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেবে।
পরামর্শ-৩
ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে। আঁচিল দূর করার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন। সেই জেলি আঁচিলে লাগিয়ে রাখুন। কয়েক দিন এমন করলেই আঁচিল ঝরে যাবে।
পরামর্শ-৪
আঁচিল দূর করার জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন। খোসার ভেতরের অংশ দিয়ে দিনে দু–তিনবার আঁচিলের ওপর ঘষুন কিংবা খোসার পেস্ট বানিয়ে নিন। সারা রাত আঁচিলের ওপর লাগিয়ে রাখুন। সকালে ধুয়ে ফেলুন।
