12/09/2022

অরবরই এর পুষ্টিগুণ

 

অপ্রচলিত ছোট একটি টক ফল অরবরই। দেখতে হাল্কা হলুদ রঙের এই ফলের ত্বক খাঁজ কাটা থাকে। অপ্রচলিত হলেও এর রয়েছে নানান রকম পুষ্টিগুণ।

আসুন জেনে নেয়া যাক এর কার্যকরীতা সম্পর্কেঃ-

* লিভারের অসুখের সমস্যা সমাধানে সহায়তা করে।

* ত্বকের রোগ প্রতিরোধে সহায়তা করে।

* চুলের যত্নে বেশ উপকারি।

* ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়ক।

* চুল মজবুত করতে সাহায্য করে।

* শ্বাসযন্ত্রের রোগ চিকিৎসার জন্য বেশ উপকারি একটি ফল।

* চুলের খুশকি দূর হয়।

* মুখের রুচি ফিরাতে সাহায্য করে।

* কৃমিনাশক হিসেবে এই ফলের বীজ ব্যবহার করা হয়।

-সংগৃহীত ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...