28/11/2022

বিকেল হতেই ঘরে মশা? কীভাবে তাড়াবেন?



গরমকাল কিংবা শীত মশার উপদ্রবের হাত থেকে নিস্তার নেই। বিকেল হতে না হতেই মশা ঢুকে পড়ছে ঘরে। সঙ্গে নিয়ে আসছে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ নানা অসুখ। অনেকেই মশা তাড়ানোর জন্য নানা স্প্রে কিংবা অনেক রাসায়নিক ব্যবহার করে থাকেন।


বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক ব্যবহারের ফলে মশা হয়তো দূর হচ্ছে কিংবা অনেক সময় হচ্ছে না। কিন্তু এগুলো শরীরের মারাত্মক ক্ষতি করছে। তাদের মতে, শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই স্বাস্থ্যের নানা সমস্যায় পড়তে পারেন এর ফলে। সেক্ষেত্রে রায়ানিক ব্যবহারের পরিবর্তে বেছে নিতে পারেন ঘরোয়া সামাধান। স্বাভাবিক বা প্রাকৃতিক উপায় ব্যবহার করেই মশার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। এতে স্বাস্থ্যের সমস্যা যেমন হবে তেমনি মশার হাত থেকেও রেহাই মিলবে।


মশা তাড়ানোর উপায়-

কর্পূরঃ- কর্পূরের চড়া গন্ধে মশা দূর হয়। এর জন্য প্রথমে ঘরের সমস্ত দরজা ও জানালা বন্ধ করে দিন। আর তারপর ঘরে এক টুকরো কর্পূর জ্বালান। কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে মশা বেরিয়ে যাবে।


রসুনঃ- রসুনের গন্ধেও মশা দূর হয়। এর জন্য কয়েক কোয়া রসুন নিয়ে তা পানিতে ভালো করে ফুটিয়ে নিন। এবার সেই পানি একটি স্প্রে বোতলে ভরে ঘরের নানা জায়গায় স্প্রে করে দিন।


ল্যাভেন্ডার তেলঃ- ল্যাভেন্ডারের তেলের সুগন্ধ মানুষের কাছে যতটা পছন্দের, ঠিক ততটাই অপছন্দের মশাদের কাছে। একটি স্প্রে বোতলে ল্যাভেন্ডার তেল ভরে তা ঘরের নানা জায়গায় স্প্রে করে দিন।


পুদিনা পাতাঃ- ল্যাভেন্ডার তেলের গন্ধের মতো পুদিনা পাতার গন্ধও মশা একেবারেই সহ্য করতে পারে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতে পুদিনা পাতার গাছ থাকলে মশার উপদ্রব থাকে না। এছাড়াও প্রয়োজনে পুদিনা পাতার তেল একইভাবে স্প্রে করতে পারেন ঘরে।

-সংগৃহীত ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...