22/11/2022

কাতারি তরুণ গনিমের বিজয়গাঁথা


এবারের বিশ্বকাপটা নানাদিক থেকেই ভিন্ন। কাতারের আল-বাইত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের দর্শকেরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াতও শুনতে পেলেন। মঞ্চে দেখা গেল হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানকে। তাঁর সঙ্গে আলাপচারিতায় গনিম আল মুফতাহ। বিরল ‘কাডল রিগ্রেশন সিনড্রোম’ রোগে আক্রান্ত গনিম আল মুফতাহ। ৬০ হাজার শিশুর মধ্যে প্রতি একজন এ রোগ নিয়ে জন্ম নেয়। এই রোগে আক্রান্তদের মেরুদণ্ডের নিচের অংশ বৃদ্ধি থেমে যায় একটা পর্যায়ে।


গনিম বর্তমানে উপসাগরীয় অঞ্চলের বহু মানুষের অনুপ্রেরণা, কাতারের তরুণ প্রজন্মের আইকন! এছাড়াও তিনি কাতারের কনিষ্ঠতম উদ্যোক্তা, মানবহিতৈষী, ইউটিউবার, টিক-টকার, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, মোটিভেশনাল স্পিকার। গনিম এ বছর ফিফার শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার গল্প শুনে নিজেদের লড়াই লড়ার প্রেরণা পান।


 শরীরের নিচের অংশ ছাড়াই পৃথিবীর আলো দেখা গনিম আল মুফতাহ এবার বিশ্বকাপের মাধ্যমে গড়লেন ইতিহাস। বিশ্বকাপের মঞ্চে মর্গান ফ্রিম্যানের সঙ্গে গনিমের কথোপকথন শুনল বিশ্ববাসী। অথচ এই গনিম জন্ম নেওয়ার সময় চিকিৎসক বলেছিলেন, সে সর্বোচ্চ ১৫ বছর বাঁচতে পারে। কিন্তু চিকিৎসকের বেঁধে দেওয়া সময়সীমার পর কেটে গেছে আরও পাঁচ পাঁচটি বছর।


কোনো স্কুলই গনিমকে ভর্তি নিতে চায়নি। গনিমের মাকে এজন্য অনেক কষ্ট করতে হয়। স্কুলের বন্ধুদের সঙ্গে এই শরীর নিয়ে ফুটবল খেলতেন তিনি। পার্থক্য শুধু অন্যরা পায়ে বুট পরে, গনিম তা হাতে পরত। গনিম আল মুফতাহ হাতের সাহায্যে চলাফেরা করেন। হাতের মাধ্যমে তিনি অনেক ধরনের কাজই করতে পারেন, এমনকি গাড়িও চালাতে পারেন! এছাড়াও সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জাবালে শামসেও উঠেছেন গনিম।

ইনস্টাগ্রামে তার ৩০ লাখ অনুসারী। এছাড়াও টিকটকেও তিনি বেশ জনপ্রিয়। বিশ্বকাপের মঞ্চে হাজির হওয়ার পর গনিমের খ্যাতি এখন আরও বেড়ে গেছে, এরই মধ্যে বিপুল শুভাকাঙ্ক্ষীর মন জয় করেছেন গনিম। আরবি ভাষায় গনিম শব্দের অর্থও বিজয়ী বা সফল। বিশ্বকাপে মাঠের লড়াইয়ে বিজয়ী দেখা যাবে ১৮ ডিসেম্বরের ফাইনালে। আর মাঠের বাইরে জীবনের লড়াইয়ে বিশ্বকাপ উদ্বোধনের দিনই পৃথিবীকে গনিমের মতো বিজয়ী উপহার দিল কাতার।

- সংগৃহীত ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...