05/11/2025

পর্তুগাল যেতে কত টাকা লাগে?


আপনারা অনেকেই  বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে চাচ্ছেন,  পর্তুগাল যেতে কত টাকা লাগে বা পর্তুগাল যেতে কত বয়স লাগে এ সকল বিষয়ে হয়তো অনেকেরই ধারণা নেই। এর কারণে অনেকেই অনলাইনের মাধ্যমে সার্চও করে থাকেন। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন বর্তমানে পর্তুগাল যেতে কত টাকা লাগে ও পর্তুগাল যেতে কত বয়স লাগে সে সম্পর্কে ।


পর্তুগাল যেতে কত টাকা লাগে?

পর্তুগাল যেতে কত টাকা লাগে এ বিষয়টি নির্ভর করে, আসলে আপনারা কোন ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে চাচ্ছেন তার ওপর। কারণ পর্তুগাল যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, তো সেই ভিসার মধ্যে একেক ভিসার দাম এক এক রকম হয়ে থাকে। তাহলে চলুন আগে দেখে নেওয়া যাক কি কি ভিসার মাধ্যমে পর্তুগাল যাওয়া যায়।


👉 ভিজিট বা টুরিস্ট ভিসা। 


👉 ওয়ার্ক পারমিট ভিসা,


👉 মেডিকেল ভিসা,


👉 ফ্যামিলি ভিসা ও


👉 স্টুডেন্ট ভিসা 


তাহলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে বর্তমানে পর্তুগালে কোন কোন ভিসার মাধ্যমে যাওয়া যায়। তো আপনারা যদি উপরের এই বিষয়গুলোর মাধ্যমে যেতে চান তাহলে অবশ্যই আপনাদের জানতে হবে যে কোন ভিসার জন্য কত টাকা লাগতে পারে বা বর্তমানে কোন ভিসার জন্য কত টাকা গুনতে হবে পর্তুগাল যাওয়ার জন্য।


পর্তুগাল ভিসার দাম কত? 

আপনারা অনেকেই আছেন যারা সার্চ করে থাকেন যে পর্তুগালের ভিসার দাম কত। উপরে  দেখেছেন যে কোন কোন ভিসার মাধ্যমে পর্তুগাল যাওয়া যায়। এখন চলুন দেখে নেওয়া যাক পর্তুগালের কোন ভিসার দাম কত টাকা।


👉 ওয়ার্ক পারমিট ভিসার জন্য কত টাকা লাগবে? আসুন জেনে নেই ।


ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে কত টাকা লাগে। ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে সবচেয়ে বেশি টাকা লাগে কারণ, ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে যেমন ক্লিনার, কৃষি কাজ, ফ্যাক্টরির কাজ এগুলোকে বোঝায়। এগুলোর মধ্যে সাধারণ মানুষ গুলোও চাইলে যেতে পারবে। তো যাই হোক ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে টাকা লাগে ৮ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা এর মত।


👉 মেডিকেল ভিসার জন্য কত টাকা লাগবে? আসুন জেনে নেই ।


মেডিকেল ভিসার দাম কত, মেডিকেল ভিসার দাম কত এই বিষয়ে জানার আগে আপনার আগে জানতে হবে যে মেডিকেল ভিসার জন্য কোন কিছুর প্রয়োজন হয় কিনা। মেডিকেল ভিসার জন্য অবশ্যই কোন ভার্সিটি বা প্রতিষ্ঠানের মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। তো যাই হোক মেডিকেল ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে টাকা লাগে ৫ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা এর মত।


👉 ফ্যামিলি ভিসার জন্য কত টাকা লাগবে? আসুন জেনে নেই ।


ফ্যামিলি ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে কত টাকা লাগে, এখন যদি আপনাদের পর্তুগালে কোন ফ্যামিলির লোক থাকে সেটা অন্য বিষয় সেক্ষেত্রে বেশি টাকা খরচ হবে না। তবে যদি আপনি সরাসরি ভাবে ফ্যামিলি ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে চান তাহলে টাকা লাগবে ৪ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা এর মত।


👉 স্টুডেন্ট ভিসার জন্য কত টাকা লাগবে? আসুন জেনে নেই ।


স্টুডেন্ট ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে কত টাকা লাগে, যদি পর্তুগাল কোন স্কলারশিপ পেয়ে স্টুডেন্ট ভিসার মাধ্যমে যেতে চান তাহলে টাকা লাগবে ৪ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকার মত। আর যদি পর্তুগাল লেখাপড়া করার জন্য কোন স্কলারশিপ না পেয়ে সরাসরি পর্তুগাল যেতে চায় তাহলে টাকা লাগবে প্রায় ১৬ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা এরমত।


👉 ভিজিট বা টুরিস্ট ভিসার জন্য কত টাকা লাগবে? আসুন জেনে নেই ।


ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে কত টাকা লাগে, আপনারা সবাই হয়তো জানেন যে টুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে যদি কোন দেশে যেতে হয় তাহলে এর একটি মেয়াদ রয়েছে। কোন ভিসার মেয়াদ ৩ মাস পর্যন্ত থাকে আবার কোন ভিসার মেয়াদ ছয় মাস পর্যন্ত থাকে সেটি হচ্ছে টাকার উপর নির্ভর করে। তো যাই হোক ৩ মাসের মেয়াদে টুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে টাকা লাগবে ৩ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা এর মত আর যদি ৬ মাসের মেয়াদে টুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে চান তাহলে টাকা লাগবে ৫ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা এর মত।


পর্তুগাল যেতে কত বয়স লাগে? আসুন জেনে নেই ।

পর্তুগাল যাওয়ার জন্য বয়স বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধরুন আপনাদের মাঝে হয়তো বা কেউ পর্তুগাল যেতে যাচ্ছেন কিন্তু তার পর্তুগাল যাওয়ার বয়স সম্পর্কে কোন ধারণা নেই। তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে তারই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পর্তুগাল যেতে কত বয়স লাগে, পর্তুগাল যেতে বয়স লাগে সর্বনিম্ন বয়স ১৯ বছর থেকে সর্বোচ্চ বয়স ৩৭ বছর পর্যন্ত। অর্থাৎ এই বয়সের থেকে কম হলে বা বেশি হলে কোন ভাবেই পর্তুগাল যাওয়া সম্ভব নয়। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।


আপনারা যারা এই পোস্টটি সম্পূর্ণ পড়েছেন, আশা করি পর্তুগাল যেতে কত টাকা লাগে বা পর্তুগাল যেতে বয়স কত লাগে এর সকল বিষয়ে জানতে পেরেছেন। তো আপনাদের যদি এরকম আরো বিভিন্ন দেশের তথ্যের প্রয়োজন হয় তাহলে এই সাইটটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকার চেষ্টা করবেন।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...