14/05/2022

"নাতি দাও, না হলে ৫ কোটি রুপি দাও ছেলের বিরুদ্ধে মামলায় আবেদন মা-বাবার "

 




*** ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভারতের এক দম্পতি । এক বছরের মধ্যে নাতি-নাতনির জন্ম দিতে না পারলে সাড়ে ৬ লাখ মার্কিন ডলার বা ৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছেন তারা । সঞ্জীব এবং সাধনা প্রসাদ জানিয়েছেন, পাইলট ছেলেকে বড় করতে এবং পড়াশোনা করাতে নিজেদের জমানো অর্থ খরচ করে প্রায় নিঃস্ব হয়েছেন তারা । ছেলের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানেও অনেক টাকা খরচ হয়েছে । এখন তারা এর প্রতিদান চান । খবর ডয়চেভেলে ও আনন্দবাজার পত্রিকার

*** গত সপ্তাহে হরিদ্বারের এক আদালতে দায়ের করা আবেদনে তারা জানান, ‘আমার ছেলে গত ছয় বছর ধরে বিবাহিত হলেও এখনো সন্তান গ্রহণের পরিকল্পনা করছে না ।

 ***  আমাদের যদি অন্তত একটা নাতি বা নাতনি থাকত, তাহলেও আমাদের যন্ত্রণা অনেকটাই লাঘব হতো ।’ টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ক্ষতিপূরণ হিসাবে তারা ৫ লাখ রুপি দাবি করেছেন| এর মধ্যে রয়েছে পাঁচ তারকা হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজন, ৬০ লাখ রুপি দামের গাড়ি উপহার এবং বিদেশে মধুচন্দ্রিমার খরচও ।

*** যুক্তরাষ্ট্রে ছেলেকে পাইলট হিসেবে প্রশিক্ষণ দেওয়ার খরচ হিসাবে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে| কিন্তু ছেলে দেশে ফেরত এসে আর কোনো চাকরিতে যোগ দেননি| আদালতে দায়ের করা পিটিশনে তারা আরো বলেন, ‘আমাদের বাড়ি নির্মাণের জন্য ঋণ নিতে হয়েছে । এখন আমরা অর্থনৈতিক দুরবস্হার মধ্য দিয়ে যাচ্ছি । আমাদের একা থাকতে হয় দেখে আমরা মানসিকভাবেও বিপর্যস্ত ।’

*** হরিদ্বারের ঐ দম্পতির হয়ে আদালতে মামলা লড়বেন আইনজীবী এ কে শ্রীবাস্তব| তার দাবি, এই মামলার মাধ্যমে সমাজের বাস্তব ছবিটা ফুটে উঠেছে|’ শ্রীবাস্তবের মতে, সন্তানদের জন্য নিজেদের যাবতীয় জমা পুঁজি খরচ করে ফেলেন মা-বাবারা| সুতরাং সন্তানদেরও উচিত মা-বাবার আর্থিক দায়ভার বহন করা| আর্থিক সুরাহার পাশাপাশি মানসিকভাবেও ছেলে-বৌমার কাছ থেকে ঐ দম্পতি শান্তি পাননি বলে দাবি শ্রীবাস্তবের । পিটিশনটি শুনানির জন্য ১৭ মে আদালতে উঠবে বলে জানিয়েছেন আইনজীবী|- সংগৃহীত

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...