![]() |
| ছবিঃ সংগৃহীত । |
এশিয়ান গেমস উপলক্ষে ক্ষেতের মাঝখানে ঘাস কেটে গেমসের লোগো ফুটিয়ে তুলেছিলেন চীনা শিল্পীরা ।
চীনে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আলোচনা শুরু হয়েছিল এশিয়ান গেমস হুমকির মধ্যে পড়ে কিনা এই আশঙ্কায় । শেষ পর্যন্ত করোনার কারণে স্হগিত হয়ে গেল আগামী ১০-২৫ সেপ্টেম্বর হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসের আসর ।
এশিয়ান গেমস হওয়ার কথা হাংজো, এই শহরটি শাংহাই শহর হতে ১৭৫ কিলোমিটার দূরে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এশিয়ান গেমস স্হগিত করার সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয় আয়োজক দেশ চীনের অলিম্পিক কমিটিকে । সেই খবর এসেছে বাংলাদেশে ।
এশিয়ান গেমসে বাংলাদেশ হতে ১৭টি খেলায় অংশগ্রহণ করার কথা ছিল । এর মধ্যে রয়েছে আরচ্যারি, অ্যাথলেটিকস, ব্রিজ, ফেন্সিং, ফুটবল, হকি, ক্রিকেট, জিমন্যাস্টিকস, কাবাডি, কারাতে, শু্যটিং, সুইমিং, তায়কোয়ানডো, ভারত্তোলন, দাবা, ই-স্পোর্টস ।
এশিয়ান গেমস হোক বা না হোক, যেসব খেলার প্রশিক্ষণ চলছিল সেভাবেই চলবে । ১৭টি খেলার মধ্যে শুধু দলীয় খেলাগুলোর প্রশিক্ষণ শুরু হয়নি । বাদবাকি খেলার প্রশিক্ষণ চলছিল । কারণ বাংলাদেশ টার্গেট করেছিল ২০২৩ সালে সাফ গেমস হবে, সেখানে পদকের লড়াই হবে । সেভাবে প্রশিক্ষণ পরিকল্পনা করা হয় । এ বছর এশিয়ান গেমস ছাড়াও ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস রয়েছে । এখন যেসব প্রশিক্ষণ চলছে সেভাবে চলবে । তবে একটি সূত্রের দাবি খেলোয়াড় ছাঁটাই করা হবে । কিছু কিছু খেলোয়াড় রাখতে হয় । কিন্তু এশিয়ান গেমস স্থগিত হওয়ায় সেটি রাখা যাচ্ছে না ।
-সংগৃহীত ।
